#Quote

শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক। প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য্য সহযোগে।

Facebook
Twitter
More Quotes
চেনা গলিপথে হয় না দেখা আর মেঘের এখন অন্য পাড়ায় ঘর চাতক আজও বৃষ্টি ভালোবাসে রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর
এই ঘন মেঘের নিচে দাঁড়িয়ে মনে হয়… জীবনেও এমন মেঘ জমে থাকে, যার নিচে আমরা নিজেদের খুঁজে পাই না।
ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।
যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে! তাহলে বুঝে নিও আমি ভালো নেই..!!
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
জীবন স্বপ্নের পাখি, উড়তে দাও নিশ্চিন্তে কখনো মাটি ছুঁয়ে যাবে কখনো মেঘ ছুঁয়ে যাবে, কিন্তু উড়ার আনন্দ কখনো হারিয়ে ফেলো না।
তোমারা যারা মাটি হতে চাও,প্রথমে তোমরা পথিক হও।
সেদিন বৃষ্টি ছিলোনা ছিলো না মেঘ আকাশে প্রথম দেখেছিলাম তোমায় শরতের রোদ মাখা স্নিগ্ধ কোমল বাতাসে।
জীবনের সুখের রহস্য হল- নীল আকাশের দিকে মাথা তুলে মাটিতে পা রাখা।
আজ শ্রাবনের বাতাস বুকে এ কোন সুরে গায় আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়।