More Quotes by Nirmalendu Goon
ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধমূর্খচোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে। - নির্মলেন্দু গুণ
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি।
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ । - নির্মলেন্দু গুণ
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। - নির্মলেন্দু গুণ
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা, এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া। - নির্মলেন্দু গুণ
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা। - নির্মলেন্দু গুণ
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।
আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে। - নির্মলেন্দু গুণ
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা ,যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। - নির্মলেন্দু গুণ
তুমি আমার সবচেয়ে বড় সুখের স্মৃতি, তুমি আমার সবচেয়ে বড় কষ্ট পাওয়া। - নির্মলেন্দু গুণ