More Quotes by Nirmalendu Goon
আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না। বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।
চেতনার প্রথম প্রভাতে, চোখ মেলে সেই যে আমি চমকে উঠলাম তোমাকে দেখে, আজও আমার সে ঘোর কাটেনি; পঞ্চাশসহস্র বর্ষ পার হয়ে গেলো।
যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর। প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে। সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক। - নির্মলেন্দু গুণ
তুমি লহ নাই ভালোবাসিবার দায়, দু'হাতে শুধুই কুড়িয়েছো ঝরা ফুল। কৃষ্ণচূড়ার তলে,আমি বসে একা বুনিয়াছি প্রেম ঘৃণা বুনিবার ছলে।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব দু'চোখে পরান ভরে; পূজারী যেমন প্রতিমার মুখে প্রদীপ তুলিয়া ধরে । - নির্মলেন্দু গুণ
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। - নির্মলেন্দু গুণ
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি।
আমি আছি, তুমি নেই, এইভাবে দু'জন দু'দিকে। - নির্মলেন্দু গুণ
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই! - নির্মলেন্দু গুণ