#Quote
আমার জীবন আজ মৃত, বিসর্জিত,
প্রতিমার শেষ চিহ্নটুকু পর্যন্ত নদীতীরে দাড়াইয়া স্বচক্ষে দেখিয়া ফিরিয়াছি।
আশা করিবার, কল্পনা করিবার, আপনাকে ঠকাইবার
কোথাও কোনো সুত্র আর অবশিষ্ট রাখিয়া আসি নাই।
ওদিকটা নিঃশেষ নিশ্চিহ্ন হইয়াছে।
কিন্তু এইশেষ যে কতখানি শেষ,
তাহা বলিবই বা কাহাকে, আর বলিবই বা কেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
হৃদয়ের কোমলতা ও দূর্বলতা এক বস্তু নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি -- যা কিছু সব সুখের জন্য। যেমন করেই দেখ না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সত্যের স্থান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কেবল মুখ দিয়ে বার হয়েছে বলেই কোন জিনিস কখনো সত্য হয়ে উঠে না। তবুও তাকেই যারা সকলের অগ্রে, সকলের ঊর্ধ্বে স্থাপন করতে চায়, তারা সত্যকে ভালবাসে বলেই করে না, তারা সত্যভাষণের দম্ভকেই ভালবাসে বলে করে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানুষ তো দেবতা নয়-সে যে মানুষ! তার দেহ দোষে -গুণে জড়ানো; কিন্তু তাই বলে তো তার দুর্বল মুহূর্তের উত্তেজনাকে তার স্ভাব বলে ধরে নেওয়া চলে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙ্গিয়া পড়িতেছে,সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না৷ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমনো যায় না| বিছানায় পড়ে ছটফট করার মত শাস্তি আর নেই। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যাহা জটিল ও দুর্বোধ্য, তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভাল। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
এমন কিছু একটা ভাগ্যে মিলিল যাহা যেমন আকস্মিক তেমনি অপরিসীম। নিজের গুনে পাই নাই, নিজের দোষেও হারাই নাই, তথাপি হারানোটাকেই আজ স্বীকার করিতে হইলো, ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিলো। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নাই। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ঈশ্বরের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হয়তো প্রশ্ন করবে, তবে কি এমন নিঃসঙ্গ জীবনই চিরদিন কাটাব? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেওয়ার দায় আমার নয়, তোমার। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়