#Quote
More Quotes
প্রতিটা মানুষের একটাই ভরসা,,আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ !
নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না! কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
জন্মের পরই আপনাকে মানুষ হিসাবে পাঠানো হয়েছে, মানবতা রাখবেন কি না রাখবেন সেটার আপনার বিষয়। — সংগৃহীত
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)
আল্লাহ সুবহানান ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন, জিকির ও তাসবিহ পড়ুন।
শবে বরাত ভালোবাসার রাত আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করুন।
জন্মদিনের প্রতিটি শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসার বার্তা আমার জন্য অনেক মূল্যবান। এতটা আপন করে নেওয়ার জন্য, এতটা ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো।
ঈদ হলো আল্লাহর রহমত ও দয়ার এক অনন্য উপহার।