#Quote

নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।

Facebook
Twitter
More Quotes
বাড়াই তৃষ্ণার হাত ফিরে আসে শূন্যতাকে ছুঁয়ে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
কিছু বলার ছিলো তবু নিজের কাছে নিজেই আমি প্রশ্নবো্ধক রেখা !
এইভাবে অপেক্ষাহীন প্রতীক্ষায় বোসে থাকবো –।
ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না।
প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য এবং তুমিও তোমার প্রেমের মতোই দুর্বোধ্য।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
নীলাকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
রাতের সুতীব্র স্রোত হুহু কোরে টেনে নিয়ে যায় , ফিরে এসো নিশ্চয়তা , ফিরে এসো রোদের সকাল ।