#Quote

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি, বোলো নাকো কথা ওই যুবকের সাথে; ফিরে এসো সুরঞ্জনা : নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে; ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে; ফিরে এসো হৃদয়ে আমার; দূর থেকে দূরে - আরও দূরে যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর। - জীবনানন্দ দাশ

Facebook
Twitter
More Quotes
বিয়ের পরের দিন রাতেই বউ কে নিয়ে বাসা থেকে পালিয়েছি, কি থ্রিলিং তাই না।
আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আঘাত এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্‌্র নীল জোছনার ভিতরে, আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত, সন্ধ্যার কাকের মতো আকাঙক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে; শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে — ফিরে ইহাদের চিহ্ন বারোমাস - জীবনানন্দ দাশ
রাত ২ টার সময় কেউ প্রেম করে কেউ ভালোবাসার জন্য কাঁদে আর আমার খিদে পেয়ে যায়..!
মানুষকে শুধু মানুষ খেয়ে দেয়, ব্যাপারটা এমন না! সমাজ কি বলবে, এই কথাটাও মানুষকে খেয়ে দেয়।
একটা কথা মাথায় রাখবেন, যতই হোক দুরুত্ব' আমি আপনার মায়াতেই আসক্ত।
যারা পেছনে কথা বলে, তাদের আমি সামনে মুখ দেখাই না।
শোন,আমার কথা গুলো তুমি যাত্রাদলের বিবেকের পার্ট মনে করে ছুঁড়ে ফেলে দিতেই পারো ! তাতে আমার কি আর করার থাকতে পারে।
প্রথমে রাত জেগে হাসতে শিখায় গল্পের শেষে গিয়ে রাত জেগে কাঁদতে শিখায়
বৃষ্টিতে কিছু পুরনো নাম মনে পড়ে — যাদের সঙ্গে আর কথা হয় না।
চালাকি করো ভালো কথা -তবে তার সাথে করো না’ -যার কাছে থেকেই সব চালাকি শিখছো!