#Quote
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Facebook
Twitter
More Quotes
আপনার বেদনা হল শেল ভাঙা যা আপনার বোঝার সাথে ঘেরা।
বেদনার গভীরে লুকিয়ে থাকে জীবনের আসল মানে।
আরম্ভ হয় না কিছু — সমস্তের তবু শেষ হয় — কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারও বড় ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয়! যা হয়েছে শেষ হয়; শেষ হয় কোনোদিন যা হবার নয়! -জীবনানন্দ দাশ
আমি হাসতে হাসতে এক আকাশ সমান অভিমান লুকিয়ে রাখতে পারি!
রোজকার পড়ন্ত বিকেলে আকাশ চুঁইয়ে পড়া শেষ রাঙা রোদ যখন আলতো করে পিঠ ছুঁয়ে যায়, তোর কথা বড্ড মনে পড়ে।
উপরে আকাশ, উড়ন্ত পাখি, চারিদিকে সবুজ, নদী প্রবাহিত, পৃথিবী নীচে, ভিতরে শান্তি।
মেঘলা দিনের মেঘলা আকাশ তোমায় ছুঁতে চায়, ভীড়ের মাঝেও একলা ভীষণ… ভালো থাকার অভিনয়।
আগুন ছাড়া যেমন ধোঁয়া হতে পারে না, তেমনি সত্য ছাড়া মিথ্যা হতে পারে না।
নীল আকাশ তুমি মেঘলা কেনো, বকলো তোমায় কে? রোদের সাথে আজ কি তোমার ঝগড়া হয়েছে? তা নাহলে সকাল থেকে কাঁদছো কেনো এতো, তোমারও কি মনটা খারাপ আমারই মতো?
আকাশ আর মেঘ যখন মিশে একাকার হয়, অনুভূতিরা তখন বড্ড বেহায়া হয়ে ওঠে…!! আকুলতা বাড়ায় আকাশ ছোঁয়ার বাহানায়।