#Quote
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই
আজকের এই আমি আমার দাদির জন্য। আমার সব সাফ্যলের ক্রেডিড আমার দাদির। আজ আমার দাদী আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতের মেহমান করে রাখেন।
আজ যে মানুষটি ছিল প্রাণবন্ত, হাসিখুশি, সে এখন নিথর। হে আল্লাহ, অকাল মৃত ভাই-বোনদের তুমি রহমতের ছায়ায় রাখো।
তোমার জন্য আমাদের দোয়া সবসময় থাকবে: আল্লাহ তোমাকে তাঁর রহমত দিয়ে ঢেকে রাখুন এবং সব সময় সঠিক পথে পরিচালিত করুন।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূরণ করবেন। তিনি সব কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন।
রিজিকের জন্য পরিশ্রম করো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন।
আমার আল্লাহ মাঝে মাঝে আমার পরীক্ষা নেন কিন্তু সবসময় আমাকে সাহায্য করেন।- উরওয়াহ ইবনে যুবাইর
ভালো থাকার মালিক একমাত্র আল্লাহ। যেমন আছি, আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহকে দেখিনি,কিন্তু তার সৃষ্টি দেখে তাকে অনুভব করেছি।
আল্লাহ আমার উপর মেহরবান হোক, তুমি একটি মেহরবান আল্লাহ।