#Quote

আল্লাহর উপর ভরসা করা মানে সবকিছুর মালিকের হাতে নিজের দায়িত্ব অর্পণ করা।

Facebook
Twitter
More Quotes
শবে বরাত – ভালোবাসার রাত। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করুন।
সূরা আতার্বা, আয়াত ২৮: আজকে মনে করে না যে, আল্লাহ তোমাদের বিপদে ফেলেননি। তোমরা যা কিছু করো, তা কেবল নিজের জন্যই। আল্লাহ সব কিছু জানেন এবং তোমরা যা করো তার হিসাব নেবেন।
যে ব্যক্তি নিজের জন্য বা অপরের জন্য পরিশ্রম করে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার পুরস্কার পাবে না। - আল হাদিস
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে । - সুরা ইয়াসিন (৬৫)
হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে, সুবিচার করবে, এটা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করবে, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্যক খবর রাখেন। - আল-কুরআন
আমরা আমাদের মনের উপর যতো বেশী চাপ দেবো, তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করবো..!
সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়;কালকে যতটা ভরসা ছিল আজ কেও যেন ততটাই রয়।
আমি বললাম- সুখ কখন আসবে? আল্লাহ বললেন- হে আমার প্রিয় বান্দা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সবরকারী কে আল্লাহ পছন্দ করেন I
আল্লাহ বলেছেন: তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জন্য উদ্ভিদ ও ফুল সৃষ্টি করেছেন। (কোরআন 6:99)
একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন - বুখারী