#Quote

যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, তবে তাঁর পরে আর কে আছো যে তোমাদের সাহায্য করবে? আর মুমিনরা যেন শুধু আল্লাহর উপর ভরসা করে।

Facebook
Twitter
More Quotes
সূর্য ঠিক সময়ে ওঠে, চাঁদ ঠিকমতো ঢলে পড়ে…কারণ আল্লাহর সৃষ্টি অনন্ত নিয়মে বাঁধা।
সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কি ই বা আসে যায়?
আল্লাহর পথে দেখা হয়েছিল, আল্লাহর ইচ্ছায় বিচ্ছেদ হলো। হে বন্ধু, আবার জান্নাতে দেখা হোক ইনশাআল্লাহ।
এমন মানুষদের মধ্যে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে। – ড. বিলাল ফিলিপ্স
যে ব্যাক্তিকে আল্লাহ তায়ালা বেশি পছন্দ করেন, তাকে অসুখ দিয়ে পরীক্ষা করেন। আর আপনি হচ্ছেন আল্লাহ তায়ালার প্রিয় বান্দা। তিনি উনার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন।
যে ব্যক্তি সালাতে দাঁড়াইয়া এইদিক ঐদিক তাকায়, আল্লাহ তায়ালা তাহার নামাজকে উল্টা দিকে ঠেলিয়া দেন। অর্থাৎ এ ধরনের সালাত আল্লাহ তায়ালা কবুল করেন না। - আল হাদীস
আল্লাহর প্রতি প্রেম ও বিশ্বাস হচ্ছে সর্বোচ্চ সম্পদ, যা কখনই হ্রাস পায় না। তিনি আপনার পাশে আছেন, প্রতিটি কঠিন সময়ে, প্রতিটি অন্ধকার মুহূর্তে। আপনার অন্তরের ডাকে সাড়া দিন, তাঁর দেখানো পথে হাঁটুন।
সমুদ্রের বিশাল সমুদ্রের একটি মুক্তোর মতো, একাকীত্ব আধ্যাত্মিক আনন্দে আলিঙ্গন করে। একটি একাকী হৃদয়, আল্লাহর নামে, মসজিদের আশ্রয়ে, ঐশ্বরিক শিখা খুঁজে পায়।
মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য! আর আমার আল্লাহ, অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)