More Quotes
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে