#Quote

ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে

Facebook
Twitter
More Quotes
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
তোর ওই ঠোটের কোনে তিল, আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই