#Quote
More Quotes
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
রব আমি তব বাহুডোরে বাঁধা রাখিবে তোমার হৃদয়ে। প্রেমের বাঁধনে আমরা দুজনে ভেসে যাবো স্বপ্নালয়ে।
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে, চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।