#Quote

ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি!!! বৈশাখ মাসের ১ তারিখে আইসো আমার বাড়ি !!! ছেলে হলে পাঞ্জাবি , মেয়ে হলে শাড়ি.!! করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি !!! আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১

Facebook
Twitter
More Quotes
পহেলা বৈশাখের মন ভরা শুভেচ্ছা ছন্দ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি এই ছন্দ গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। সেইসাথে ছন্দ গুলো আত্মীয়স্বজনকে শুভেচ্ছা জানাতে কাজে লাগবে।
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
চৈতে গিমা তিতা বৈশাখে নালিতা মিঠা জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ শায়নে দৈ। ভাদরে তালের পিঠা আশ্বিনে শশা মিঠা কার্তিকে খৈলসার ঝোল অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি মাঘে তেল ফাল্গুনে পাকা বেল। - ক্ষণা
নতুন বছরের আলোকিত পথে, এগিয়ে চলি সকলে মিলে, নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নিয়ে নিজের হৃদয়ে।
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত । বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা । ঈসান কোনে মেঘের বার্তা । - শুভ নববর্ষ
দিনগুলি যেমনই হোক, যাবে ঠিকই কেটে। তবে বলো লাভটা কোথায় পুরনো স্মৃতি ঘেঁটে? নতুন আশায় এগিয়ে চলো, বাঁচো নতুন করে। শুভ নববর্ষ
নতুন বছর এসেছে, নতুন আশা নিয়ে, পুরোনো বছরের বেদনা ভুলে, নতুন স্বপ্ন দেখি।
নবাঙ্কুর ইক্ষুবনে এখনো ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন, মেঘের অন্তর-পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। শান্ত ঝড়ে, ঝিল্লিরবে, ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে, মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথগগনে।
চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।
চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে…ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল, কার্তিকে কৈয়ের ঝুল। – ক্ষণা