#Quote

আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে ।

Facebook
Twitter
More Quotes
ফিরে ফিরে বারবার সে এসেছে প্রতিটি বারে সেই সে নবীন পহেলা বৈশাখ, শুভকামনায় নববর্ষ রঙিন
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।
তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল, আমি দিইনি। কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে। ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি! শুভ নববর্ষ
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ পয়লা বৈশাখ
নব বর্ষের পুণ্য-বাসরে কাল-বৈশাখী আসে, হোক্‌ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
সাল পহেলা আসছে আবার নববর্ষের হালখাতা বর্ষবরণ উৎসবে তাই মেতে উঠবে জনতা। গাঁয়ের মাঠে বসবে আবার বৈশাখের ঐ মেলা ছোট্র খোকা দোলনায় চড়ে খেলবে মজার খেলা। খোকা-খুকি ছন্দ পায়ে নাচবে তা ধিন’তা খুশির স্রোতে ভেসে যাবে দূর অতীতের চিন্তা। বটের নিচে জমবে আবার পান্তা খাওয়ার ধুম বর্গাচাষি করিম চাচার হারিয়ে গেছে ঘুম!
নব বর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে, হোক্‌ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর