
Kingkor Ahsan
Date of Birth | : | 06 July, 1989 (Age 35) |
Place of Birth | : | kushtia, Bangladesh |
Profession | : | Writer, Bangladeshi Poet |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
কিঙ্কর আহ্সান (Kingkor Ahsan) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। লেখালেখির শুরু তার দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার মাধ্যমে। টানা পাঁচ বছর বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, বাংলানিউজ, পরিবর্তনসহ দেশের প্রায় সব শীর্ষ দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে লেখালেখি করেছেন।
জীবনীছোটগল্প লেখার পাশাপাশি কালের কন্ঠের 'বাতিঘর' পাতায় শিক্ষানবিস সাব এডিটর হিসেবে কাজ করেছেন। সহকারী স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন 'কে হতে চায় কোটিপতি' টিভি শো'তে। পাশাপাশি 'মার্কস অলরাউন্ডার', 'হাসতে মানা', 'হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভী' ও 'বাংলাদেশ সুপার লীগ-গ্রান্ড লোগো আনভেইলিং' এর প্রধান স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এই স্বল্প সময়ের সৃজনশীল ক্যারিয়ারেও বেশ সাড়া ফেলেছে কিঙ্কর আহ্সান এর বই সমগ্র। লেখালেখির পাশাপাশি ফিল্মের কাজেও জড়িয়েছেন এই লেখক। 'পাতার নৌকা', 'ক্রিং ক্রিং' ও 'জলপরানি' টেলিফিল্মের কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অনেকের। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর সাথে ডকুমেন্টারি নির্মাণের কাজ করেছেন। কাজ করেছেন বেসরকারি টিভি চ্যানেল ও বিজ্ঞাপন সংস্থায়। সবকিছুর পরও যেন লেখালেখিই কিঙ্কর আহ্সান এর আসল জায়গা। বইমেলায় প্রকাশিত 'আঙ্গারধানি', 'কাঠের শরীর', 'রঙিলা কিতাব', 'স্বর্ণভূমি', 'মকবরা', 'আলাদিন জিন্দাবাদ' ইত্যাদি কিঙ্কর আহ্সান এর বই সমূহ, যা বেশ পাঠকপ্রিয়তা লাভ করেছে।
Quotes
সবচেয়ে ভয়ংকর ক্ষত হয় কথার আঘাতে তবুও কথা দিয়ে মানুষ খুন করা থামেনা মানুষের! - কিঙ্কর আহসান
আমায় মনে রেখো, বিষন্ন বিকেল কিংবা মৌন সন্ধ্যায়, যে লাশবাহী গাড়িটি ছুটে যায়, তাতে আমার হয়েছিলো ঠাই- ভালোবাসা, ঘৃণার কথা ভেবে স্মৃতির পাহাড় পোড়াই! চলে গেলেও, মরে গেলেও পাশে থেকো, মনে রেখো- চাই টুকিটাকি মন খারাপ, ফুরিয়ে যাওয়া নিয়ে কথা হোক, তোমাদের চোখে থাকবে তো আমাকে হারানোর শোক? - কিঙ্কর আহসান
মানুষ পুড়ে গেলে খুব, চুপ হয়ে যায় আরও, রাখেনি খোঁজ, তাইতো নিখোঁজ, জানতে তাকে- এই গভীরে ডুবটা দিতে পারো! - কিঙ্কর আহসান
জানি এভাবে ভাবা বারণ, মাঝে মাঝে তবু যায়না পাওয়া খুঁজে পৃথিবীতে থাকার কারণ! - কিঙ্কর আহসান
বড় বেশি সহজে পেলে, মানুষ বোঝেনা দাম, পুড়িয়ে অবহেলায়, করে যায় বদনাম! ইতিহাস রাখে সকল হিসাব, হোক যতই দেওয়া ফাঁকি, তাইতো হারালে, দেয়ালে দেয়ালে ভালোবাসার ছবি আঁকি! - কিঙ্কর আহসান
চুপ থাকা মানে দুর্বলতা নয়। সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে। - কিঙ্কর আহসান
কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার কষ্ট, সীমাবদ্ধতা বুঝবেনা। নিজের বানানো যুক্তিতে নিজেকে নির্দোষ মনে করে আর বাকি সবাইকে অপরাধী ভেবে পাওয়া আত্মতৃপ্তির লোভ কেউ সামলাতে পারেনা। খুব দুঃখ, বিপদেও তাই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করে, বোঝানোর চেষ্টা করে আশ্রয় চাইবেন না। আশ্রয়ের জন্য, শান্তির জন্য বরং নিজের কাছেই ফিরুন, নীরব থাকুন। মানুষের নিজের চেয়ে আপন আর কেউ নাই। - কিঙ্কর আহসান
কাল সকালে যদি আর জেগে ওঠা না হয়, না দেয় জানালায় রোদেরা এসে উঁকি, ছেপে দিও তবে শোক সংবাদ! 'একটা মানুষ মারা গেছে-চিরদুখী'। - কিঙ্কর আহসান
না পেতে পেতে অভ্যস্ত মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - কিঙ্কর আহসান
বই পড়ে বুঝে যাও সব, মাধ্যাকর্ষণ,ভর, উচ্চতা, তাপ, মানুষের মুখ পড়তে পারো? পড়ে কেন বোঝোনা আমার মন খারাপ! - কিঙ্কর আহসান