photo

Hanif Sanket

Bangladeshi television host and writer
Date of Birth : 23 October, 1958 (Age 66)
Place of Birth : Barishal
Profession : Writter, Bangladeshi Television Host
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
হানিফ সংকেত (Hanif Sanket) (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৮) বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।

কর্মজীবন
প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।

রচিত গ্রন্থসমূহ

বছরবইয়ের নামবিষয়প্রকাশনী
১৯৯৫শ্রদ্ধেয় রাজধানীব্যঙ্গ ও রম্যনিউ শিখা প্রকাশনী
২০১৩নিয়মিত অনিয়মকলাম সংকলন (২০০৯-১২)অনন্যা প্রকাশনী
২০১৩কষ্টউপন্যাসঅনন্যা প্রকাশনী
চৌচাপটেব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
এপিঠ ওপিঠব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
ধন্যবাদব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
অকাণ্ড কাণ্ডব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ
খবরে প্রকাশরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
ফুলের মতো পবিত্র...রম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
প্রতি ও ইতিরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
আটখানার পাটখানারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
বিনীত নিবেদনরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
হামানদিস্তারম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
রঙ্গ বিরঙ্গরম্য সাহিত্যঅনন্যা প্রকাশনী
কিংকর্তব্যবিমূঢ়সমকালীন গল্পমাওলা ব্রাদার্স
গণ্য মান্য সামান্যব্যঙ্গ ও রম্যরচনাষ্টুডেন্ট ওয়েজ

পরিচালিত নাটকসমূহ

বছরনাটকের নামঅভিনয়েপ্রচারকারী চ্যানেল
২০০৯আয় ফিরে তোর প্রাণের বারান্দায়এটিএম শামসুজ্জামানতারিনমীর সাব্বিরসাজু খাদেমএটিএন বাংলা
২০০৪দুর্ঘটনাআবুল হায়াতমাহফুজ আহমেদপূর্ণিমালিটু আনাম
তোষামোদে খোশ আমোদেজাহিদ হাসানমনির হোসেনতানিয়ামীর সাব্বির
বিপরীতে হিতজাহিদ হাসানআফসানা মিমিগোলাম মোস্তফা
শেষে এসে অবশেষেজাহিদ হাসানমাহফুজ আহমেদআজিজুল হাকিমএটিএম শামসুজ্জামানতারিনতুষার খান
অন্তে বসন্তজাহিদ হাসানশমী কায়সার
ফিরে আসে ফিরে আসেতারিনমীর সাব্বিরঅপূর্বঈশিতা
পুত্রদায়জাহিদ হাসানশমী কায়সারআজিজুল
তথাবৃত যথাকারজাহিদ হাসানমীর সাব্বিরকুসুম শিকদাররোজী সিদ্দিকীরিনা খানচ্যালেঞ্জার মিলনমিলন
কিংকর্তব্যমাহফুজ আহমেদএটিএম শামসুজ্জামানজয়া আহসানদিলারা জামানফিরোজ
ভূত অদ্ভুতএটিএম শামসুজ্জামানমীর সাব্বিরনীরবচ্যালেঞ্জার মিলনঈশিতা
শোধ বোধজাহিদ হাসানমাহফুজ আহমেদএটিএম শামসুজ্জামানতারিন
শূন্যস্থান পূর্ণআজিজুল হাকিমতানিয়াতারিনলিটু আনামবিজরীঈশিতা
কুসুম কুসুম ভালোবাসাজাহিদ হাসানশমী কায়সার
তার অভিনীত নাটক:
    • ‘কুসুম’ - পরিচালক হুমায়ূন আহমেদ।

      অভিনীত চলচ্চিত্র:
      • ‘আগমন’ (১৯৮৮)- খলনায়কের ভূমিকায়।
      • ’ ‘চাঁপা ডাঙ্গার বউ’।
      • ‘ঢাকা-৮৬’ ।
      চলচ্চিত্রে কণ্ঠশিল্পী:
      ‘প্রথম প্রেম’ - পরিচালক এ জে মিন্টু। গানের প্রথম কথা– ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’।
      সামাজিক অবদান
      ৩০ বছর ধরে চলে আসা ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসংগতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকে।

      পুরস্কার
      • তার সামাজিক কার্যক্রমের জন্য ২১শে ফেব্রুয়ারি ২০১০ সালে একুশে পদক পুরস্কার প্রদান করা হয়
      • পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক
      • মেরিল প্রথম আলো পুরস্কার -২০০৫ 
      • এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

Quotes

Total 20 Quotes
আমাদের সমাজে অনেকেই আছেন যারা বুদ্ধিমান সাজতে গিয়ে প্রমাণ করে দেন তিনি কতটা বোকা। আবার অনেকে আছেন যারা বোকা সেজে প্রমাণ করে দেন তিনি কতটা বুদ্ধিমান। এসব ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে কে বোকা, কে বুদ্ধিমান।
কথা বলার সময় অন্যে টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেয়া উচিত এর জের কোন দিকে যাবে।
একদল অসৎ লোকের চেয়ে একজন সৎ লোক অনেক বড়, একদল অযোগ্য লোকের চেয়ে একজন যোগ্য লোক অনেক বড়, একদল অলস লোকের চেয়ে একজন কর্মঠ লোক অনেক বড়।
কথায় চিড়ে না ভিজলেও মানুষ ভেজে।
নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোন এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা।
কিছু কিছু বিষয়ে আবার দেশের ভাবমূর্তিও নষ্ট হয়।
হাতের মোবাইল ক্যামেরাটিই মোক্ষম যন্ত্র। এখানে স্ক্রিপ্টের প্রয়োজন নেই, বিশিষ্ট শিল্পী হওয়ারও দরকার নেই।
মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র।
স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল।
মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়।