More Quotes
শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালুচরে! সাদা মেঘের শতদল উড়ছে অপরুপা নিলাম্বরে।
শরতের দিনে চলো কাশফুল কুড়াই! কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।
কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।
কাশফুল ! ও কাশফুল! কোথায় যাও তুমি?_ তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে আমার এই জন্মভূমি ।
আগমনী সুর বেজে উঠেছে সাদা কাশফুল উড়ছে আকাশে মনটা খুঁজে তোমার ছায়া এই সশরৎ এর অশ্বিন মাসে
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি! তাইতো আমি একা বসে কাশ ফুলেদের সাথে কথা বলি। কাশফুল গুলো সব ছন্নছাড়া
কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই।ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?
কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই। ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?
পুচ্ছ তোলা পাখির মতো কাশবনে এক কন্যে, তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে
কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব, আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ