More Quotes
শরৎ সেজেছে কাশফুলে থরে বিথরে বালুচরে! সাদা মেঘের শতদল উড়ছে অপরূপা নীলাম্বরে!
কাশ ফুলের উল্লাসী তুলির ছোঁয়ায়,, রবীন্দ্রনাথের কাব্যিক চয়নে।
কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই।ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?
যদি আমি রেগে থাকি পরে এসো নীল শাড়ি খুব করে বকে দিব নেব না আর আড়ি
কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।
উদাসী আকাশ হাতছানি দেয় ভাসাবে মেঘের ভেলায়! সুরের ছোঁয়ায় মন রাঙাবে মৃদুমন্দ পূবালী বায়
তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার ক্রতদাস
কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়_ তাহলে আর কখনো ছেরে যাব না তোমায় ।
কাশফুল কে ভালোবেসে ভরাই আমার মন, আমার মতো এমন ভালোবাসে আর কয় জন?
কাশফুল মানে শরৎতের একটি সুন্দর কাল!! কাশফুল কে ছুঁলে যেন, স্বর্গীয় স্বাদ অনুভূত হয়! আর খুঁজে পাওয়া যায় আনন্দ পুরীর ঠিকানা।