#Quote

More Quotes
আমার মত কাশফুল কে ভালবাসে কয়জন, কাশফুল কে ভালবেসে ভরাই আমার মন।
কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।
কাশফুলেরই গন্ধে আমি বিমোহিত রই! ও কাশফুল, এত সুভাষ পাচ্ছ তুমি কই ?
দিন বদলায়,, আঁধার নামে,, কাশফুলে ভরে গগনডালা..! ছবি পাল্টায়,, বাণীও থামে,, সত্যি ফুলে গাঁথা মিথ্যেমালা!
আমি তোমাকে নিয়ে যেতে চাই সবচেয়ে সৌন্দর্য মন্ডিত জায়গায় যেখানে তুমি চোখ খুলে দেখতে পারবে কাশবন।
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।
উদাসী আকাশ হাতছানি দেয় ভাসাবে মেঘের ভেলায়! সুরের ছোঁয়ায় মন রাঙাবে মৃদুমন্দ পূবালী বায়
তুমি কি প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করতে চাও তাহলে কাশবনে যাও।
কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই। ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?
নদীকে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য মন্ডিত করতে কাশফুল যেন গহনা স্বরূপ হিসেবে আসে। গহনা যেমন মেয়ে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি নদীর পাড়ের সৌন্দর্য ফুটিয়ে তোলে কাশফুল।