More Quotes
প্রকৃতি তুমি সুন্দর থেকে এমনি শরৎ আবেশে!! মেঘমালা গুলো নেমে আসুক, এমনই কাশফুলের দেশে।
কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই। ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?
কাশফুল এর সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই কোন অজানায়!! হারিয়ে যাই কোন এক কাশফুল বাগানে!!!!! মুগ্ধ হয়ে যাই কাশফুল বাগানের দৃশ্যে!
কাশফুলেদের সাথে আমি একাই কথা বলি কাশফুল গুলো সব ছন্নছাড়া।
প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।
কাশফুলের মালা উপহার দিব তোমায়। ভরিয়ে দেব তোমায় কাশফুলের আভিজাত্যে। জানি, তখন আর রাগ করে থাকতে পারবে না।
তুমি অবেলায় ফোটা কাশফুল, যেনো নিয়তির মতোই নির্ভুল! ‌‌যেনো কোনো আহত যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল!
কাশফুল যে শুধু নদীকে প্রেমে ফেলে তা নয় কাশফুল হাজারো প্রেমিক-প্রেমিকাকে তার প্রেমে পড়তে বাধ্য করে।