#Quote

একটা ঘাটবাধানো পুকুর থাকবে বারো মাস পানি…! পা ভিজিয়ে চাঁদ পোহাবো, রাত ফুরাবো, তুমি আর আমি!

Facebook
Twitter
More Quotes
চাঁদ আলো দেয় সারা রাত, তেমনি তুমি আলোকিত করো আমার জীবন, তোমার ছাড়া অন্ধকারে আমার এ জীবন
তুমি যদি চাঁদ হও আমি জ্যোৎস্না ভরা রাত হয়ে, জীবন আকাশে সুখে থাকবো ।
যখন মন অনেক খারাফ থাকবে জানালা খুলে চাঁদের দিকে তাকিয়ে দেখো, আমি আছি তারা হয়ে চাঁদের পাশেই ।
কোন এক রাতে থাকবে কি আমার পাশে, চাঁদের আলোতে দেখবো তোমায় দু নয়ন ভরে।
চাঁদের জোছনার আলোতে তোমার মুখখানা দেখবার শখ আমার আজীবনের। বড্ড ইচ্ছে করে সৌন্দর্য্যের দুই দেবীকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিদ্বেষ বাঁধিয়ে দেই।
ওগো রাতের চাঁদ, তুমি আমার মতো একা, চারপাশে হাজার তারা রেখেও।
তোমার মনের আকাশে পূর্ণিমার চাঁদ হয়ে থাকতে দেবে ? আলোয় আলোয় ভরিয়ে দেবো তোমার জীবন
চাঁদের সাথে মেলা করে আছে আমার নীল পটাকার স্নেহ।
তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে। - কে. জি. মুস্তফা
কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,যেখানে আছো যেভা আছো,ভালো থেকো তুমিমন চাইলে খবর নিও কেমন আছি আমি।