#Quote
More Quotes
মনে শান্তি নেই ? মসজিদে গিয়ে অল্পকিছুক্ষন গভীর ভাবে আল্লাহ্কে স্মরণ করুন ।
হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি।
মানুষের উপর দয়া করা হয় না, সেই ব্যক্তির প্রতি আল্লাহও দয়া করেন না।”
কেউ যদি ওয়াদা রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তবে সে জেনে রাখুক, আল্লাহ এমন খোদাভিরুদের ভালোবাসেন।
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন..!! (সূরা আল-ইমরান:৭৬)
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
সত্যিকারের শিক্ষক তাঁরাই, যাঁরা আমাদের ভাবতে সাহায্য করেন।
আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয়, যিনি নিজের এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে থাকেন। এই দায়িত্বের মধ্যে রয়েছে মানুষ এবং আল্লাহর প্রতি সম্মান।
যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহও তার কল্যাণে রত থাকবেন!
দুশ্চিন্তা না করে, হতাশ না হয়ে, আল্লাহ তায়ালার সঠিক রাস্তায় চলাচল করার চেষ্টা করো। জীবন তাতে অনেক সুন্দর হবে।