#Quote
More Quotes
ততা অবলম্বন করে তুমি যে কাজই করো না কেন কখনো ব্যর্থ হবে না, কারণ সেখানে সফলতা এনে দেওয়ার দায়িত্ব আল্লাহ তায়ালার
হতাশা আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহর রহমত থেকে হতাশ না হতে আমাদের কে হুকুম করা হয়েছে।
আল্লাহ তা’আলা অনুগ্রহ করে, তোমাকে পাঠিয়েছেন আমার জীবনে। আল্লাহর এই অনুগ্রহের জন্য আমার লাখো কোটি শুক্রিয়া। শুভ বিবাহ বার্ষিকী, আমার প্রিয়তমা স্ত্রী।
বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি। মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম।
সঠিক সময়ে সঠিক সঙ্গীকে পাওয়া আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত!!
যে তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, সে-ই তোমার প্রকৃত আপনজন।
আল্লাহ বান্দা সবাই সমান ধনী গরীব সমাজের তৈরি।
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)
আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)
আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়। সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।