#Quote
More Quotes
ঈদের দিন বাবার হাতের দোয়া ছাড়া যেন সবকিছুই অসম্পূর্ণ লাগে। আব্বু, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখেন।
হে আল্লাহ, যাকে তুমি আমার জীবনে আশীর্বাদ করে পাঠিয়েছো, তাকেই তুমি সুস্থ করে দাও। যেন আবার আমার জীবনে আলো ফিরে আসে।
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন। - সহীহ বুখারী
যে ব্যক্তি সালাতে দাঁড়াইয়া এইদিক ঐদিক তাকায়, আল্লাহ তায়ালা তাহার নামাজকে উল্টা দিকে ঠেলিয়া দেন। অর্থাৎ এ ধরনের সালাত আল্লাহ তায়ালা কবুল করেন না। - আল হাদীস
, এটি একটি বিশেষ প্রার্থনা, আমার এবং তোমার পরিবারের জন্য সবকিছু মঙ্গল করুন। শবে বরাত মোবারক!
যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা।
যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে।
আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে,আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো? - ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি রাহিমাহুল্লাহ