#Quote
More Quotes
জন্মদিনে সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর রহমত তাঁর কাছে শুধু এই চাওয়া আমার জীবনের শেষ দিনটি যেন ঈমানের সাথে হয়।
যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।
যে আল্লাহকে পায়, সে সব কিছু পায়।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
হে আল্লাহর বান্দা,আজকের তোমার জন্মদিনে জানাই তোমাকে হাজারো সুখের অভিবাদন ভালো থেকো প্রতিটি মূহুর্তেেএটুকুই আশা।তুমি তোমার জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।
অথর্ব না হয়ে, কর্মের দিকে ধাবিত হও। কারণ কর্মের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়।
আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন!
আল্লাহই যথেষ্ট আমার জন্য, তিনিই আমার অভিভাবক।
আল্লাহ তাঁর প্রিয়জনদের পরীক্ষা করেন যাতে তাঁর প্রেমের গভীরতা তারা বুঝতে পারে। প্রতিটি বিপদে তাঁর নামে জপ করুন, তিনি অবশ্যই উদ্ধারের পথ দেখাবেন। তাঁর প্রেম অনন্ত, তাঁর দান অফুরন্ত।
সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর