#Quote
More Quotes
আল্লাহ আমাদের শিরকের হাত থেকে রক্ষা করুন।
শবে বরাত” – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করুন। মানুষের সন্তুষ্টির জন্য নয়
যে সম্পদ গুলো কারো চোখে পড়ে না সেই ফেলে থাকা সম্পদ একজন ব্যক্তির সুখ হতে পারে।
মানুষের মন কবরস্থানের মতো, বিতরে কি চলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।
শবে বরাত – ঐক্য ও সংহতির রাত, সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের একই সাথে ভালবাসবে সে আসলে মিথ্যা কথা বলে ।ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি
লোকে আপনাকে অপমান করার জন্য অনেক চেষ্টা করবে! কিন্তু মনে রাখবেন, সম্মান এবং অপমান আল্লাহর হাতে
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান,সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
মন খারাপ করে রেখো না! কারণ আল্লাহ সবচেয়ে আশাবাদী মুহূর্তে আশা পাঠান। ভুলে যাবেন না, সবচেয়ে ঘন বৃষ্টি ঘন কালো মেঘ থেকে বেরিয়ে আসে।