#Quote

আল্লাহর প্রেমে যেমন গভীরতা আছে, তেমনি তাঁর শাস্তিরও ভয় রয়েছে। তাঁর আদেশ মেনে চলা এবং গুনাহ থেকে বিরত থাকা তাঁর প্রেমের প্রকাশ। আসুন নিজেদেরকে তাঁর পথে উৎসর্গ করি এবং প্রতিটি কাজে তাঁর মর্জি খুঁজি।

Facebook
Twitter
More Quotes
তুমি সর্বদা তোমার সমস্ত হৃদয় দিয়ে আল্লাহ কে ভালোবাস। কারণ একমাত্র আল্লাহ তোমাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে। শুভ সকাল, আমার প্রিয় বন্ধু!
নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।
আল্লাহ তোমার পরিকল্পনাগুলোর চেয়ে অনেক উত্তম পরিকল্পনা প্রস্তুত রেখেছেন।
জীবনে সবচেয়ে বড় সান্তনা হলো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন।
পরিপূর্ণ মানসিক শান্তি’ একমাত্র আল্লাহর দিকেই রয়েছে! সূরা:রাদ- আয়াত :২৮।
দুঃখ একটি উপহার এর মধ্যে লুকিয়ে আছে মহান আল্লাহর করুণা।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত, আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।
যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের একই সাথে ভালবাসবে সে আসলে মিথ্যা কথা বলে ।ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)