#Quote
More Quotes
ঈদ মোবারক! আল্লাহ আপনার পরিবারে সুখ ও শান্তি ছড়িয়ে দিন।
তুমি আল্লাহকে খুশি করো আল্লাহ তোমাকে খুশি করবেন।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন।—আল হাদিস
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন..!! (সূরা আল-ইমরান:৭৬)
সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহু ই জানি।।।।।
রমজান আমাদের জীবনকে বদলে দেওয়ার এক মোক্ষম সময়। আসুন, আল্লাহর পথে ফিরে আসি।
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে।..!! (সূরা আল-মায়িদাহ:৫৪)
যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, তবে তাঁর পরে আর কে আছো যে তোমাদের সাহায্য করবে? আর মুমিনরা যেন শুধু আল্লাহর উপর ভরসা করে।
আল্লাহর দেওয়া উপহার, শিশুই তো অমূল্য রতন, ভালোবাসায় ভরিয়ে দিন তাদের জীবন, গড়ে তুলুন খাঁটি মানুষ একজন।
ধৈর্য রাখুন! সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না।