#Quote
More Quotes
কোনো দোয়া কখনো হারায় না, আল্লাহ সময়মতো তার উত্তর দেন।
وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ অন্যায়কারীদের কাজ থেকে আল্লাহ গাফিল নন..!! (সূরা ইব্রাহীম:৪২)
যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তা’আলা তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না।,, হযরত ওমর র:
মিথ্যা ভরসায় দাঁড়িয়ে থাকা মানে ধ্বংসের অপেক্ষা।
আর মানুষ এর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বল না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভংগীতে, আল্লাহ পছন্দ করেন না আত্নম্ভরী ও অহংকারীকে
কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
অনেক কিছুু জীবন থেকে হারিয়ে গেছে! তবুও কোনো অভিযোগ নেই! কারণ আল্লাহ একদিন এর চেয়ে উত্তম জিনিস দেবেন।
আল্লাহ তোমার জীবনকে তাঁর নূর দ্বারা আলোকিত করুন এবং তোমাকে সবক্ষেত্রে সাফল্য দান করুন। জন্মদিন মোবারক!
আমার জীবনে আল্লাহর দেয়া শেরা দামি উপহার গুলোর অন্যতম একটি তোমাকে আমার জীবনে বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক খুশি তা তুমি ও জানো না। জন্মদিনের ভালোবাসা নিও প্রিয়ো বন্ধু।
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।