#Quote
More Quotes
এই শবেবরাত উপলক্ষে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করুক।
বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে দূরে রাখো, কেননা এটি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা – হাদিস
কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই, যাতে আমরা তাকে স্মরণ করি।
যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহও তার কল্যাণে রত থাকবেন!
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)
আল্লাহ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুন এবং তাঁর রহমতের ছায়ায় রাখুন। হ্যাপি বার্থডে, প্রিয় সন্তান!
মহান আল্লাহ যেন আমার মামার জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি আমার মামাকে আপনার জিম্মায় রাখবেন।
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, কিন্তু আল্লাহর সত্তা নিয়ে না। – (ইবনে আব্বাস রা.)
আজকের দিনটি আমার জীবনে গভীর শোকের। বাবার চলে যাওয়ার ব্যথা আজও হৃদয়ে অমলিন। তাঁর স্নেহময়ী হাসি, তাঁর পরম মমতা সবকিছুই আজও আমার হৃদয়ে বেঁচে আছে। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বাবাকে জান্নাতের উঁচু মাকামে স্থান দান করেন।
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।— হযরত মুহাম্মাদ (স.)