#Quote
More Quotes
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ নিশ্চয়ই আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না..!! (সূরা আল-ইমরান:৯)
বই হল এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি।
জ্ঞানী হও তবে কখনো অহংকারী হইও না আল্লাহর ইবাদত করো তবে কখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না ।
একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন - বুখারী
আমার ইসলাম ধর্ম আমাকে শিখেছে, ঐ কপাল কখনো খারাপ হতে পারে না, যে কপাল আল্লাহর সিজদা করে।
যখন স্বামী স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তখন আল্লাহ তায়ালা রহমতের দরজা খুলে দেন।
যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখেন সে ব্যক্তি ইচ্ছা কখনো অসম্পূর্ণ থাকে না I
জন্ম-মৃত্যু-হায়াত-মাউত আল্লাহর দান।আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এটা যাচাই করার জন্য যে, আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আর কে অধম। জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ। সময় থাকিতে প্রভুকে করে নাও আপন। শুভ জন্মদিন প্রিয়। তোমার আগামী দিনগুলো প্রভুর আনুগত্যের ভিতরে কাটুক এই কামনা
অসুস্থতা শুধু কষ্ট নয়, এটি গুনাহ মাফেরও একটি উপায়। আল্লাহর ওপর ভরসা রাখো, সবকিছুই তাঁর রহমতের অংশ।
আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান। আল্লাহই আপনার পথের সবকটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।