#Quote
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। — সূরা আর রুম, আয়াত: ৬০
শবে বরাত মানেই আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ। এই রাতকে কাজে লাগাই, তওবা করি।
হে আল্লাহ, এই দুনিয়ার যত বান্দা-বান্দী আছেন সবাইকে আপনার পথে চলার তৌফিক দান করুন এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদের ক্ষমা করুন।
শবে বরাতের রাত হল আল্লাহ তাআলার এমন বরকত একটি দিন যে রাতে তাআলার কাছে হাজার হাজার বান্দা তাদের পাপের প্রায়শ্চিত্ত স্বীকার করে রবের দিনে পথে ফিরে যায়।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ---আল কুরআন
জীবনে সবচেয়ে বড় সান্তনা হলো আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন।
এমন মানুষদের মধ্যে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে। – ড. বিলাল ফিলিপ্স
মিথ্যা বাহানায় ভালো থাকার জন্য ছেড়ে চলে যাওয়া মানুষ গুলাকে আল্লাহ অনেক ভালো রাখুক .!