#Quote

ভরশা করলে কেবলই আল্লাহ রাব্বুল আলামীনের ভরশা করি। “হাসবুন আল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল অর্থঃ আমার জন্য আমার আল্লাহ ই যথেষ্ট।

Facebook
Twitter
More Quotes
আল্লাহ তাআলা যেন তোমাকে নেক হায়াত ও উত্তম স্বাস্থ্য দান করেন এবং সব বিপদ থেকে রক্ষা করেন। আমীন। জন্মদিন মোবারক!
إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান..!! (সূরা আল-বাকারা:২০)
তুমি আমার জীবনে আসার জন্য প্রতিদিন আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি।
শব-ই-বরাত একটি বরকতময় রাত তাই আপনার প্রার্থনায় মনোযোগ দিন এবং নফল নামাজের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন।
যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনও পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনও করোনি।
সবাই যখন তোমার ভুল ধরে, তখন আল্লাহ তোমার নিয়ত দেখে। তাই মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বোঝেন।
আমি আল্লাহ এর একজন বান্দা এবং এ কারণে আমি এটা বিশ্বাস করি যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার পাপ। – খান আব্দুল গাফফার খান
কিসের এতো চিন্তা! যেখানে আল্লাহ নিজে একজন উত্তম পরিকল্পনাকারী।
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
সৃষ্টি কর্তা মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক শুকরিয়া, আরো একটি বছর তোমাকে এই সুন্দর ভুবন দেখার তৌফিক দান করেছেন, যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তোমাকে তার তার পথে চলার তৌফিক দান করুক” আমীন