#Quote

আজকের দিনটি শুধু খুশির নয়, বরং আল্লাহর নেয়ামতের স্বীকৃতি। আমি এবং আমার জীবনসঙ্গী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হলাম। দোয়া করি, আমাদের বন্ধন যেন বারাকাহপূর্ণ হয় এবং পারস্পরিক সমর্থন, ভালোবাসা ও তাকওয়ায় পূর্ণ থাকে। আমীন।

Facebook
Twitter
More Quotes
হে আল্লাহ, তুমি আমাকে দ্বীনের পথে চলার তৌফিক দান করো এবং আমার সুন্দর ভবিষ্যৎ জীবন দান কর।
আল্লাহ যখন বেশী খুশি হন তখনি কন্যা সন্তান দান করেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু দিবেন আবার তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন তারপরও মানুষ প্রতি অকৃতজ্ঞ -সূরা হজ্জ আয়াত নম্বর ৬৬
নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, মানুষ নয়।
হে আল্লাহ_মনের কথাগুলো তো তুমি যান_আমার স্বপ্নগুলো পূরণ করে দিও ..
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
প্রিয়তম, প্রতিটা সময় আল্লাহর কাছে চাইতাম আমার মন মতো করে একটা মানুষ যেনো আমার ভাগ্যে জুটে স্বামী হিসাবে, আল্লাহ আমার চাওয়া পূর্ণ করে দিয়েছেন তুমার মতো একজন মানুষ আমার লাইফে স্বামী হিসাবে দিয়ে।
আল্লাহ যাকে চায়, তাকে অগণিত রিজিক দেন। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে যথেষ্ট করেন। -সূরা আন-নুর, আয়াত ৩৮।
আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষজাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য সেই যথেষ্ট I