#Quote
More Quotes
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:১৯৫)
তাহাজ্জুদের গভীর রাতের নির্জনতায়, একাকীত্ব একটি পবিত্র আচার। একটি হৃদয় কথোপকথনে, আল্লাহর হুকুমের সাথে, শান্ত প্রার্থনায়, আধ্যাত্মিক চাবি খুঁজে পাওয়া।
আমি আল্লাহকে সবার চেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকেও অনেক ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
ধৈর্য্য ধরো তুমিও সফল হবে ইনশাআল্লাহ একদিন
সঠিক সময়ে সঠিক সঙ্গীকে পাওয়া আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত!!
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
শবে বরাত হলো মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার রজনী। আসুন আমরা আমাদের গোনাহের জন্য ক্ষমা চাই এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি।
একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন - বুখারী
মানুষ মনে প্রানে যা চায়, আল্লাহ্ তাকে তাই দেন ।
ভোরের আলোয় সেহরি, আল্লাহর সান্নিধ্যে, রোজার প্রস্তুতি।