#Quote

আমার জানলা দিয়ে একটুখানি, একটু বর্ষা একটু গ্রীষ্ম, আকাশ দেখা যায় একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আমার জানলা দিয়ে আমার পৃথিবী | আঁকড়ে ধরে রাখা, সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়, পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী |

Facebook
Twitter
More Quotes
কান্নার জন্য ক্ষমা চেয়ো না। কেননা অনুভূতি ছাড়া আমরা কিন্তু যান্ত্রিক রোবট।
পরাজয় যেখানে সুনিশ্চিত। কান্নার পালকে মুকুট শিরোধার্য হয়ে ওঠে।
শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, মনকে করে দেয় অস্থির!
দুয়ার-জানালা উঠে ঝন্ঝনি’, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি, তবু প্রাণ ভরে আশ্বাসে।
প্রথম প্রেম বেশি কিছু না দিলেও, →লুখিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়
একটি গোলাপ আমার বাগান হতে পারে.. একটি একক বন্ধু, আমার পৃথিবী। – লিও বুস্কাগ্লিয়া
আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে আর আমার কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে।
মনের আড়ালে লুকানো যতটুকু কান্না, সেগুলো কেউ দেখে না!
আকাশে মেঘ জমলে, আকাশ যেরকম কাঁদে, মনের মাঝে ও মেঘ জমলে, মন তখন কাঁদে!
কান্না লুকাতে পারি, কিন্তু পরিবারের উপেক্ষা মন ভাঙে বারবার।