#Quote
More Quotes
তোমার জন্য আমাদের দোয়া সবসময় থাকবে: আল্লাহ তোমাকে তাঁর রহমত দিয়ে ঢেকে রাখুন এবং সব সময় সঠিক পথে পরিচালিত করুন।
তাওবা করুন তাওবা এমন এক পাথেয় যা আল্লাহর কাছে আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসে।
বিশাল রাতের বিস্তারে একটি একক তারার মতো, একাকীত্ব নম্র হয়, আত্মার নৃত্যে। একটি একাকী প্রার্থনা, একটি নীরব আবেদন, আল্লাহর উপস্থিতিতে, আশ্রয় খুঁজে পাওয়া।
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো খুব কাছেই আছি..!! (সূরা আল-বাকারা:১৮৬)
আল্লাহ ন্যায়বিচার, দয়া ও সদাচরণ আদেশ করেন তিনি অন্যায়, অনৈতিকতা অত্যাচার নিষেধ করেন।
মরুভূমির বালিতে একটি মাত্র গোলাপের মতো, একাকীত্ব আল্লাহর আদেশে মাথা নত করে। একটি একাকী প্রার্থনা, একটি আত্মার আরোহণ, নির্জনতার মসজিদে, বিষয়বস্তু খুঁজে বের করা।
নিশ্চয়ই আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করে করেন না—আল-কোরআন
শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
বিপদে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ তায়ালা ঠিকই তার বান্দার পাশে থাকবে I
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!! (সূরা আল-বাকারা:১৫৩)