#Quote
More Quotes
শব-ই-বরাত একটি বরকতময় রাত তাই আপনার প্রার্থনায় মনোযোগ দিন এবং নফল নামাজের সাথে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন।
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
আল্লাহ বলেন, ‘আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। (সূরা আল-বাকারা: ১৫২)
বিশ্বাসীর মন সবসময় শান্ত থাকে, কারণ সে জানে আল্লাহ তার পাশে আছেন।
আল্লাহর উপর ভরসা করো; তিনি কখনো তোমাকে নিরাশ করবেন না।
আল্লাহ তায়ালা সর্বোত্তম শিফা দান কারী। একটু ধৈর্য ধ্রুন, দেখবেন আল্লাহ তায়ালা তার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত, আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।
আজকের দিনে তোমাদের জন্য দোয়া করি তোমাদের ভালবাসা যেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়। সৎ পথে হালাল রিজিক আর শান্তিময় ঘর হোক তোমাদের জন্য।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
জীবনের সব থেকে সুন্দর দুআ: ‘হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।