#Quote
More Quotes
ফাগুনের ও মোহনায় , মন মাতানো মহোয়ায়, রঙিন এ বিহুর নেশায় কোন আকাশে নিয়ে যায়।
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
ফাগুন এসেছে, নতুন সুরে, নতুন গান গাইতে।
পুরোনো দিন ভুলে, ফাগুনের আনন্দে, নতুন জীবন শুরু করতে।
যতদিন রইবে এই বাংলা ; রয়ে যাবে সকল ভাষা শহীদদের আত্মত্যাগের গাথা এবং এবং তাদের বীর বিক্রমের কাহিনি!
পুরোনো দিন ভুলে, ফাগুনের আনন্দে, নতুন জীবন শুরু করতে।
ফাগুনের আগমনীতে, প্রকৃতি নবজীবনে পূর্ণ হয়।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন।
বসন্তের ওই ফাগুনে কৃষ্ণচূড়ার বুকে আমি তোমার স্মৃতিগুলো রেখে আসতে চাই।
প্রেমের জ্বালা বোরো জ্বালা জ্বলে হৃদয়ে আগুন। মেটে না তো সে জ্বালা আসুক যত ফাগুন