#Quote
More Quotes
দান করলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ কমেনা, বরং আরও বারে। – বুখারি ও মুসলিম
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
ভালোবাসা মানুষকে কাছে আনতে পারে ঠিক তেমনি ভাবে সৃষ্টিকর্তার দরবারে নিজের চাচার জন্য দোয়া করতে হবে
আজকের রাতে, আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান। তাদের সাথে ভালোবাসা ভাগ করে নিন।
শবে বরাত” – ভাগ্যের রাত। আল্লাহর কাছে ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করুন।
আলহামদুলিল্লাহ, রমজানের পবিত্র মাসে রোজা রেখে প্রতিবছর এই সময় খুব আনন্দের মুহূর্ত
শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
আজকের রাত আর পাঁচটা রাতের মতো নয়, আজকের রাতের বিশেষত্ব অসীম! এই পবিত্র রাতে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের ডেকে বলেন, ‘তোমাদের মধ্যে কে আছো, যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেবো।’ তাই আসুন, আমরা সবাই আমাদের পাপের জন্য আল্লাহর দরবারে বিনয়ী হয়ে ক্ষমা চাই, তাঁর সন্তুষ্টির পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হই।
প্রেমে পরলে এই দোয়া পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দোয়া পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দোয়া পরতে হয় “I MISS YOU
ভালবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে!