#Quote
More Quotes by Rudra Mohammad Shahidullah
যাকে কোনোদিন কেউ রাখেনি কোনো গৃহের আশ্রয়ে ভালোবেসে বুকে নিয়ে চিরকাল তাকেই বলেছি প্রেম প্রিয়তম তীর্থভূমি।
দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
তবু পৃথিবীতে রাত নামে নিবিড় তুষারের মতো, তুমি শুধু উড়ে চলো ক্লান্তিহীন, তন্দ্রাহীন অন্য এক সকালের দিকে। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কোথাও সুস্থতা নেই। এ সময়ে শোষণের সুশোভন নামই সুস্থতা -- তুমি সেই সুস্থতার নির্বোধ প্রতিক। আত্মপ্রকাশের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে
আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস। কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক
হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!
এমন কি ভালোবাসাও ইদানীং আমাকে আর ভালোবাসে না।
কিছু বলার ছিলো তবু নিজের কাছে নিজেই আমি প্রশ্নবো্ধক রেখা!
সুখ কি এমন! সূর্যের মতো গভীর মর্মে প্রজ্জ্বলন্ত অন্তবিহীন লেলিহান স্মৃতি! সুখ কি এমন একা একা জাগা রাত্রির ছায়া লোনা সাগরের স্বপ্নে মগ্ন নগ্ন হৃদয়ে প্রমত্ত জল আরেক সাগর। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তবু আমি আবার সেদিন বলব, প্রিয় আবার ফিরে আসো, চল আবার হাটি, চেনা পথ ধরে , অচেনা গন্তব্যে।