#Quote

যখনই আমি দেখি তোমার চোখে, মনে হয় এই প্রথম দেখছি তোমায় , সেই একই অনুভূতি একই শিহরণ এখনো জাগে প্রথম দিনটির মতো যেদিন দেখে ছিলাম তোমায় ।

Facebook
Twitter
More Quotes
তোমার চোখের দুটি নদী আমার জীবনে একটি সমুদ্র। আমি যে খোজছি তা আমি তোমার মধ্যেই পেতে চাই।
তোমার দিকে তাকিয়ে দেখি চোখের সামনে বাকি জীবন
খুঁজে দেখ হৃদয় মাঝে, আমি আছি স্বপ্নের সঁজে। তোমার ঐ চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়। সুখের সে স্বপ্নের মাঝে, সবসময় পাবে তুমি আমায়।
যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমায় চোখে চোখে রাখবে। কারণ সে তোমায় কখনোই হারাতে চায় না।
কিছু অনুভূতি কথায় প্রকাশ করা খুবই কঠিন।
মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে এতটা miss করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি।
পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে one side love যেই অনুভূতি একটা হাসিখুশি মানুষকেও ভিতর থেকে মেরে ফেলে।
আমি শুধু এমন একজন মানুষকে চেয়েছিলাম, যার চোখের দিকে তাকালে আমি তার মনের ভেতরের পুরোটা দেখতে পারি
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের । ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
তোমার চোখের চাউনি ধন্য করে আমাকে। হাজার কোটি মাইল আমি এই চোখের জন্যে পাড়ি দিতে পারি।