More Quotes
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা, আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে, চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি- তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল