More Quotes
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা, আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা
কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি, যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
পলকেই দেখা যায় তাকে। আবার পলকেই বিলীন মন তো তৃণ নয়। তবু কেন ছুটে যায় সোনার হরিণ
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।