#Quote

চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!

Facebook
Twitter
More Quotes
মানুষ যখন অবহেলিত হতে হতে অবহেলার পাত্র হয়ে যায়, সে নিজেকে এমন ভাবে সৃষ্টি করে যে একসময় তাকে আর কেউ অবহেলা করতে পারে না।
আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়। — সুরা নিসা, আয়াত : ২৯
বিজয় আমাদের নয়, এটা আল্লাহর। যতক্ষণ আমরা আল্লাহর পথে আছি কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না।
তুমি মরার পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার থেকে চরিত্রকে বেশী সুন্দর করো।
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।— হযরত মুহাম্মাদ (স.)
মনে রাখবেন, কোন ব্যক্তি যদি অন্যের চরিত্রে দাগ লাগাতে আপ্রাণ চেষ্টা করে এবং উঠে পড়ে লাগে তাহলে জেনে রাখবেন তার চরিত্র সবচেয়ে বেশি খারাপ।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । -,আল হাদিস
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। – আর্নেস্ট হেমিংওয়ে
চেহারাটা বদলানো যাবে না…. কারন এটা আল্লাহর সৃষ্টি….চরিত্রটা বদলাও.. কারন এটা তোমার সৃষ্টি।