#Quote

একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !

Facebook
Twitter
More Quotes
কষ্ট গুলো মানিয়ে নিতে নিতে একসময় কোনো কষ্টই আর ছুঁতে পারবে না।
চড়ুই পাখিরা জানে আমি কার প্রতিক্ষায় বসে আছি- এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে- তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
আজকাল তো ব্যস্ততাও বেড়েছে খুব। সেদিন দেখলাম সেই ভালবাসাগুলো কাকে যেন দিতে খুব ব্যস্ত তুমি, যেগুলো তোমাকে আমি দিয়েছিলাম ৷
অতিরিক্ত ব্যক্তিত্ব দেখানো মানুষ গুলো একসময় ব্যক্তিত্বহীন হয়ে যায় ।
এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয় বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা।
একদিন চলে যাব দূরে কোনও বাসে চেপে যে-কোনও লোকের পাশে যে-কোনও মানুষ হয়ে। জলই কি দেখেছ শুধু? তুমি কি দ্যাখোনি তার রক্তক্ষরণ?
ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মনখারাপের ভয়। চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ… অবসাদ কোনও কুশলকাব্য নয়।
সেই সব স্বপ্ন এখনও বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয়।
সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছ তার আছে তব কেহ নিরাশ্রয় জন পথ যার যেও সেও আছে তব ভবনে।
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান। গাহি সাম্যের গান।