#Quote
More Quotes
অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। — সূরা আর রুম, আয়াত: ৬০
মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারনে।
মিথ্যা বিক্রি হয়!!! কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না।
যে ব্যক্তি স্বপ্ন না দেখেও স্বপ্ন দেখার ভান করবে, তাকে দু’টি গমের মাঝে গিরা দিতে বলা হবে, অথচ তা সে করতে সক্ষম হবে না। আর যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কথা কান পেতে শুনল, অথচ তারা তাকে তা শোনাতে চায় নি, তার কানে কেয়ামতের দিন শিশা ঢালা হবে, যে ব্যক্তি ছবি অঙ্কন করবে কেয়ামতের দিন তাকে শাস্তি দেয়া হবে এবং তাকে বলা হবে তাতে রুহ সঞ্চার করতে, অথচ তা করতে সে সক্ষম হবে না।
লোক যখন মিথ্যাবাদী হিসাবে খ্যাতি অর্জন করে, তখন সে বোবাতেও ডুবে যেতে পারে, কারণ মানুষ বাতাসের কথা শোনেন না। — রবার্ট এ হেইনলাইন
মানুষ ভালোবেসে কিছু শিখুক বা না শিখুক অন্তত মিথ্যা বলতে শেখে।
আমানতের খেয়ানতকারী ব্যক্তির জন্য জান্নাতে কোনো স্থান নেই – হাদিস
সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহ ও তার রাসূল সা. এর ওপর আরোপ করা। এর শাস্তি ভয়াবহ, কেউ কেউ এ জাতীয় মিথ্যুককে কাফের পর্যন্ত বলেছেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার ওপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর ওপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর নামে মিথ্যা রটায়, তারা সফল হবে না।
কিন্তু যে শেষ পর্যন্ত মিথ্যা বপন করে তার ফসলের অভাব হবে না এবং শীঘ্রই সে কঠোর পরিশ্রম থেকে বিশ্রাম নিতে পারে, অন্যরা তার জায়গায় কাটা ও বপন করে। — জেআর.আর. টলকিয়েন
তোমরা আমার ওপর মিথ্যা বলবে না, যে আমার ওপর মিথ্যা বলবে, সে যেন আগুনে প্রবেশ করে।