#Quote

“এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।”

Facebook
Twitter
More Quotes
প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা
গভীর প্রেম মানুষকে নিয়ন্ত্রণের পুতুল বানিয়ে দেয়। কেউ প্রেমিকের হাতের পুতুল হয়, কেউ প্রেমিকার। তবে দুজন কখনো একসঙ্গে পুতুল হয় না। কে পুতুল হবে আর কে নিয়ন্ত্রণ করবে, তা নির্ভর করে মানসিক ক্ষমতার ওপর। যার মানসিক শক্তি বেশি, পুতুলের সুতো থাকে তার হাতেই। বই: মিসির আলি! আপনি কোথায়?
মনের খাতায় লেখা, প্রতি টা পাতায় লেখা থাকবে স্মৃতি,
আমায় তুমি ভালোবেসো এই শুধু চাওয়া তোমায় পেলেই আমার বিশ্ব হবে পাওয়া।
তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে, একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।
ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরো, তবু বোধ হবে না নির্বোধ বালিকার। - তসলিমা নাসরিন
আমি তোমাকে প্রেম করছি সারাজীবন। তুমি আমার প্রেমের সম্ভবত সর্বাধিক উপহার।
হাসি মাখা মুখে তোমার সামনে বসে রব, তোমার ছবির মডেল কে আর?- সে আমি ই তো ফের হব। রোজ বিকেলে পার্কে দু’জন জমাবো প্রেমের আলাপ, আমি বকবো, তুমি শুনবে, আমার অব্যক্ত সব প্রলাপ। মুচকি হেসে কান মুলিয়ে দিও না হয় তখন,
কথা দিলাম তোমার কাছে ওগো আমার প্রিয়া তোমায় যদি না পাই আমি করবো নাকো বিয়া।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়। - নির্মলেন্দু গুণ