#Quote
More Quotes
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!
অসুস্থ ব্যাক্তির গুনাহ সমূহ মাফ হয়। যেমন করে গাছের শুকনো পাতা ঝরে। আর সেই আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। ইন-শা-আল্লাহ তিনি আপনাকে সুস্থ করে দিবেন।
ক্ষুধার্তদের মসিহা হন, গরিব দুঃখীদের সাহায্য করুন, আল্লাহ আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম! আলহামদুলিল্লাহ
হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।--- আল কোরআন
যে ব্যক্তি দান দেয়, তার হাত আল্লাহর হাতের সাথে যুক্ত হয়। (সহীহ মুসলিম)
আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
আল্লাহ বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ সম্পন্ন করো।’ (সুরা আন-নূর: ৩২)
আল্লাহ তোমার পরিকল্পনাগুলোর চেয়ে অনেক উত্তম পরিকল্পনা প্রস্তুত রেখেছেন।