#Quote

যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন ।

Facebook
Twitter
More Quotes
কিসের GF, -কিসের BF, -ভালোবাসার অপর নাম হযরত মোহাম্মদ (সাঃ)
নিজেই কোনো ব্যাপারে প্রতিশোধ নিতে যেও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।
আল্লাহর দ্বীন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসা প্রমাণ হবে। - ড. বিলাল ফিলিপ্স
আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না।
সুখে দুঃখে বিপদে এবং সফলতায়, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ্‌ বলাই হলো ধৈর্য।
মানুষের মনে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে , আর বেঁচে থাকে তোমাকে ভালোবাসে।
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্‌র দয়ার চেয়ে বড় নয় । তিনি মাফ করে দিবেন ।
রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।
জীবনকে রাঙ্গিয়ে দিন ইসলাম দিয়ে, আল্লাহ্‌ পরকাল রাঙ্গিয়ে দিবেন জান্নাত দিয়ে।
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় । - বুখারী শরীফ ৭৬৩