#Quote
More Quotes
প্রিয়তম, প্রতিটা সময় আল্লাহর কাছে চাইতাম আমার মন মতো করে একটা মানুষ যেনো আমার ভাগ্যে জুটে স্বামী হিসাবে, আল্লাহ আমার চাওয়া পূর্ণ করে দিয়েছেন তুমার মতো একজন মানুষ আমার লাইফে স্বামী হিসাবে দিয়ে।
আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়। সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
মানুষের উপর ভরসা করলে ঠকে যাবেন! আর আল্লাহর উপর ভরসা করলে জিতে যাবেন।
আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে নিয়্যতে ভুল আছে- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
শবে বরাত” – আলোর রাত, আল্লাহর নূর আপনার জীবনকে আলোকিত করুক।
শিশুরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। - হারবার্ট হুভার
যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।– তিরমিযী
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
সৌন্দর্যের আলাদা কোন রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর
কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।